বিষয়বস্তুতে চলুন

১৯৪৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে ভারত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার বর্তমান সংস্করণ, যা KanikBot (আলোচনা | অবদান) কর্তৃক ০২:৫৭, ৫ জুলাই ২০২৩ তারিখে সম্পাদিত হয়েছিল (ইংরেজি উইকিপিডিয়া ও উইকিউপাত্তের তথ্যের ভিত্তিতে বট কর্তৃক বিষয়শ্রেণী যোগ)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক।

(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)
অলিম্পিক গেমসে ভারত

ভারতের জাতীয় পতাকা
আইওসি কোড  IND
এনওসি ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন
ওয়েবসাইটwww.olympic.ind.in (ইংরেজি)
১৯৪৮ গ্রীষ্মকালীন অলিম্পিক লন্ডন
প্রতিযোগী টি ক্রীড়ায় ৮৬ জন
পদক
স্থান: ২২
স্বর্ণ
রৌপ্য
ব্রোঞ্জ
মোট
অলিম্পিক ইতিহাস (সারসংক্ষেপ)
গ্রীষ্মকালীন গেমস
শীতকালীন গেমস

স্বাধীনতা লাভের পর ভারত স্বাধীন দেশ হিসেবে প্রথম ১৯৪৮ খৃষ্টাব্দের গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করে।

প্রতিযোগী

[সম্পাদনা]
ক্রীড়া পুরুষ মহিলা বিভাগ
অ্যাথলেটিকস্‌ ১০
বক্সিং
সাইক্লিং
ফিল্ড হকি ২০
ফুটবল ১৮
সাঁতার
ওয়াটার পোলো
ভারোত্তোলন
কুস্তি

পদকপ্রাপ্তদের তালিকা

[সম্পাদনা]
পদক নাম ক্রীড়া বিভাগ
 স্বর্ণ লেসলি ক্লডিয়াস
কেশব দত্ত
ওয়াল্টার ডিসুজা
লরি ফার্নান্ডেজ
রঙ্গনাথন ফ্রান্সিস
জেরি গ্ল্যাকেন
আখতার হুসেন
প্যাট্রিক জ্যানসেন
আমীর কুমার
কিষণ লাল
লিও পিন্টো
যশবন্ত সিং রাজপুত
লতিফ-উর-রহমান
রেজিনাল্ড রডরিগেজ
বলবীর সিং দোসাঞ্জ
রনধীর সিং জেন্তলে
গ্রহনন্দন সিং
দিগ্বিজয় সিং
ত্রিলোচন সিং
ম্যাক্সি ভাজ
ফিল্ড হকি পুরুষদের প্রতিযোগিতা

অ্যাথলেটিকস্‌

[সম্পাদনা]
প্রতিযোগী বিভাগ হিট কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ফাইনাল
সময় স্থান সময় স্থান সময় স্থান সময় স্থান
এরিক প্রভাকর[১] পুরুষদের ১০০ মিটার দৌড় ১১.০ ? অগ্রসর হতে পারেননি
জিম ভিকার্স[২] পুরুষদের ১১০ মিটার হার্ডল ১৪.৭ প্রযোজ্য নয় ? অগ্রসর হতে পারেননি
সাধু সিং পুরুষদের ১০ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতা[৩] প্রযোজ্য নয় অগ্রসর হতে পারেননি
পুরুষদের ৫০ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতা[৪] প্রযোজ্য নয় শেষ করতে পারেননি
ছোটা সিং[৫] পুরুষদের ম্যারাথন প্রযোজ্য নয় শেষ করতে পারেননি
প্রতিযোগী বিভাগ যোগ্যতা নির্ধারণ ফাইনাল
ফলাফল স্থান ফলাফল স্থান
গুরনাম সিং[৬] পুরুষদের হাই জাম্প ১.৮৭ - ১.৮০ ১৮
বলদেব সিং[৭] পুরুষদের লং জাম্প ৭.০০০ ১১ অগ্রসর হতে পারেননি
হেনরি রেবেলো[৮] পুরুষদের ট্রিপল জাম্প ১৪.৬৫০ - NM
প্রতিযোগী বিভাগ যোগ্যতা নির্ধারণ ফাইনাল
ফলাফল স্থান ফলাফল স্থান
নাট সিং সোমনাথ[৯] পুরুষদের হাতুড়ি ছোঁড়ার প্রতিযোগিতা ৪১.৩৬ ২৩ অগ্রসর হতে পারেননি

বক্সিং

[সম্পাদনা]
পুরুষ
প্রতিযোগী বিভাগ ৩২ স্তর ১৬ স্তর কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ফাইনাল
প্রতিপক্ষ
ফল
প্রতিপক্ষ
ফল
প্রতিপক্ষ
ফল
প্রতিপক্ষ
ফল
প্রতিপক্ষ
ফল
স্থান
রবীন ভট্ট[১০] ফ্লাইওয়েট বিনা প্রতিদ্বন্দীতায় জয়ী  ফ্র্যাঙ্কি সোডানো (USA)
হার
অগ্রসর হতে পারেননি
বাবু লাল[১১] বান্টামওয়েট  অ্যালান মন্টেরিও (PAK)
জয়
 জুয়ান ভেনেগাস (PUR)
হার
অগ্রসর হতে পারেননি
বিনয় বসু[১২] ফেদারওয়েট  ফ্রান্সিসকো নুনেজ (ARG)
হার
অগ্রসর হতে পারেননি
জিন রেমন্ড[১৩] লাইটওয়েট  স্ভেন্ড ওয়াড (DEN)
হার
অগ্রসর হতে পারেননি
রোনাল্ড ক্র্যান্টসন[১৪] ওয়েল্টারওয়েট  অরেলিও ডিয়াজ (ESP)
হার
অগ্রসর হতে পারেননি
জন নট্টাল[১৫] মিডলওয়েট বিনা প্রতিদ্বন্দীতায় জয়ী  ইভানো ফন্টানা (ITA)
হার
অগ্রসর হতে পারেননি
ম্যাক যোয়াসিম[১৬] লাইট হেভিওয়েট  ফ্রান্সিসজেক জিমুরা (POL)
হার
অগ্রসর হতে পারেননি

সাইক্লিং

[সম্পাদনা]
ভারতীয় ফিল্ড হকি দল

১৯৪৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে ফিল্ড হকিতে প্রথম বারের জন্য ভারত গ্রেট ব্রিটেনের মুখোমুখি হয়। সদ্য স্বাধীনতা প্রাপ্ত ভারত ফিল্ড হকিতে ছিল তার পূর্বতন শাসকদের চেয়ে বেশি শক্তিশালী। এই দল হকিতে দেশের হয়ে একমাত্র স্বর্ণ পদক জয় করে।

এ বিভাগের খেলা
র‍্যাঙ্ক দল খেলা জয় অমীমাংসিত হার গোল দেয় গোল খায় পয়েন্ট ভারত আর্জেন্টিনা অস্ট্রিয়া স্পেন
১.  ভারত (IND) ১৯ X ৯:১ ৮:০ ২:০
২.  আর্জেন্টিনা (ARG) ১২ ১:৯ X ১:১ ৩:২
৩.  অস্ট্রিয়া (AUT) ১০ ০:৮ ১:১ X ১:১
৪.  স্পেন (ESP) ০:২ ২:৩ ১:১ X
সেমিফাইনাল
 ভারত (IND) ২ – ১  নেদারল্যান্ডস (NED)
ফাইনাল
 ভারত (IND) ৪ – ০  গ্রেট ব্রিটেন (GBR)

সাঁতার

[সম্পাদনা]
প্রতিযোগী বিভাগ হিট সেমিফাইনাল ফাইনাল
সময় স্থান সময় স্থান সময় স্থান
শচীন নাগ[১৮] ১০০ মিটার ফ্রীস্টাইল ১:০৩.৮ ৩৪ অগ্রসর হতে পারেননি
আইজাক মনসুর ১০০ মিটার ফ্রীস্টাইল ১:০৬.৪ ৩৮ অগ্রসর হতে পারেননি
দিলীপ মিত্র ১০০ মিটার ফ্রীস্টাইল ১:০৬.৯ ৩৯ অগ্রসর হতে পারেননি
বিমল চন্দ্র ৪০০ মিটার ফ্রীস্টাইল ৫:৩৮.৬ ? অগ্রসর হতে পারেননি[১৯]
১৫০০ মিটার ফ্রীস্টাইল ২২:৫২.৯ ? অগ্রসর হতে পারেননি[২০]
খামলিললাল শাহ[২১] ১০০ মিটার ব্যাকস্ট্রোক ১:১৯.৯ ? অগ্রসর হতে পারেননি
প্রদীপ মিত্র ১০০ মিটার ব্যাকস্ট্রোক ১:২৪.৫ ? অগ্রসর হতে পারেননি
প্রফুল্ল মল্লিক[২২] ২০০ মিটার ব্যাকস্ট্রোক ৩:১৪.৯ ? অগ্রসর হতে পারেননি

ওয়াটার পোলো

[সম্পাদনা]
ভারতীয় ওয়াটার পোলো দল

এই বিভাগে ভারত নবম স্থান অধিকার করে।

পুরুষ[২৩]
প্রথম পর্ব
সি বিভাগ
স্থান দল খেলা জয় অমীমাংসিত হার গোল দেয় গোল খায় পয়েন্ট নেদারল্যান্ডস ভারত চিলি
১.  নেদারল্যান্ডস (NED) ২৬ X ১২:১ ১৪:০
২.  ভারত (IND) ১৬ ১:১২ X ৭:৪
৩.  চিলি (CHI) ২১ ০:১৪ ৪:৭ X
দ্বিতীয় পর্ব
এইচ গ্রুপ
স্থান দল খেলা জয় অমীমাংসিত হার গোল দেয় গোল খায় পয়েন্ট নেদারল্যান্ডস স্পেন ভারত
১.  নেদারল্যান্ডস (NED) ১৭ X ৫:২ ১২:১
২.  স্পেন (ESP) ১৩ ২:৫ X ১১:১
৩.  ভারত (IND) ২৩ ১:১২ ১:১১ X

ফুটবল

[সম্পাদনা]
রিচমন্ড পার্ক অলিম্পিক ক্যাম্পে ভারতীয় ফুটবল খেলোয়াড়দের খালি পায়ে অনুশীলন
ভারতীয় ফুটবল দল

ভারতীয় ফুটবল দল প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ১৯৪৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে। এই প্রতিযোগিতায় ভারতীয় ফুটবল দলের খেলোয়াড়রা খালি পায়ে ফ্রান্সের বিরুদ্ধে খেলতে নামে। ফরাসীরা প্রথমে এগিয়ে গেলেও ভারতীয় ফুটবলার সরঙ্গপানি রমন ৭০ মিনিটে সমতা ফেরান। এর পরে ভারত দুটি পেনাল্টির সুযোগ পেলেও সেখান থেকে গোল করতে অসমর্থ হয়। শেষ মিনিটে ফরাসী ফুটবলার রেনে পারসিলঁ গোল করে ভারতকে পরাস্ত করে। এই খেলায় খালি পায়ে ভারতের খেলা দর্শকদের মন জয় করে নেয়।[২৪]

প্রথম পর্ব
ফ্রান্স ২–১ ভারত
রেনে কুরবিঁ গোল ৩০'
রেনে পারসিলঁ গোল ৮৯'
প্রতিবেদন সরঙ্গপানি রমন গোল ৭০'
লিন রোড স্টেডিয়াম, ইলফোর্ড
দর্শক সংখ্যা: ১৭,০০০
রেফারি: গানার ডালনার (SWE)

ভারোত্তোলন

[সম্পাদনা]
প্রতিযোগী বিভাগ মিলিটারী প্রেস ক্লীন অ্যান্ড জার্ক স্ন্যাচ মোট স্থান
ফল স্থান ফল স্থান ফল স্থান
ড্যানিয়েল পন মনি[২৫] পুরুষদের ফেদারওয়েট ৮৫ ১৩ ১১০ ১৮ ৮৫ ১৬ ২৮০ ১৬
দন্ডমুদি রাজাগোপাল[২৬] পুরুষদের হেভিওয়েট ৯২.৫ ১৬ ১২২.৫ ১৬ ৯০ ১৬ ৩০৫ ১৬

কুস্তি

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. স্পোর্টস রেফারেন্সের ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৬ অক্টোবর ২০১৪ তারিখে, [১৯৪৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে অ্যাথলেটিকস্‌ – পুরুষদের ১০০ মিটার দৌড়
  2. স্পোর্টস রেফারেন্সের ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৫ জুন ২০০৯ তারিখে, [১৯৪৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে অ্যাথলেটিকস্‌ – পুরুষদের ১১০ মিটার হার্ডল
  3. স্পোর্টস রেফারেন্সের ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২ মার্চ ২০০৯ তারিখে, [১৯৪৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে অ্যাথলেটিকস্‌ – পুরুষদের ১০ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতা
  4. স্পোর্টস রেফারেন্সের ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ জুলাই ২০০৯ তারিখে, [১৯৪৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে অ্যাথলেটিকস্‌ – পুরুষদের ৫০ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতা
  5. স্পোর্টস রেফারেন্সের ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৬ অক্টোবর ২০১৪ তারিখে, ১৯৪৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে অ্যাথলেটিকস্‌ – পুরুষদের ১০০ মিটার দৌড়
  6. স্পোর্টস রেফারেন্সের ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১২ জুলাই ২০০৯ তারিখে, [১৯৪৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে অ্যাথলেটিকস্‌ – পুরুষদের হাই জাম্প
  7. স্পোর্টস রেফারেন্সের ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ মার্চ ২০১৬ তারিখে, [১৯৪৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে অ্যাথলেটিকস্‌ – পুরুষদের লং জাম্প
  8. স্পোর্টস রেফারেন্সের ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৫ জুন ২০০৯ তারিখে, [১৯৪৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে অ্যাথলেটিকস্‌ – পুরুষদের ট্রিপল জাম্প
  9. স্পোর্টস রেফারেন্সের ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৬ সেপ্টেম্বর ২০১১ তারিখে, [১৯৪৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে অ্যাথলেটিকস্‌ – পুরুষদের হাতুড়ি ছোঁড়ার প্রতিযোগিতা
  10. স্পোর্টস রেফারেন্সের ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৯ আগস্ট ২০১১ তারিখে, [১৯৪৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে বক্সিং – পুরুষদের ফ্লাইওয়েট
  11. স্পোর্টস রেফারেন্সের ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩০ আগস্ট ২০০৯ তারিখে, [১৯৪৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে বক্সিং – পুরুষদের বান্টামওয়েট
  12. স্পোর্টস রেফারেন্সের ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩১ আগস্ট ২০০৯ তারিখে, [১৯৪৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে বক্সিং – পুরুষদের ফেদারওয়েট
  13. স্পোর্টস রেফারেন্সের ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২১ অক্টোবর ২০১৩ তারিখে, [১৯৪৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে বক্সিং – পুরুষদের লাইটওয়েট
  14. স্পোর্টস রেফারেন্সের ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩০ আগস্ট ২০০৯ তারিখে, [১৯৪৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে বক্সিং – পুরুষদের ওয়েল্টারওয়েট
  15. স্পোর্টস রেফারেন্সের ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৭ অক্টোবর ২০১০ তারিখে, [১৯৪৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে বক্সিং – পুরুষদের মিডলওয়েট
  16. স্পোর্টস রেফারেন্সের ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৬ সেপ্টেম্বর ২০০৯ তারিখে, [১৯৪৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে বক্সিং – পুরুষদের লাইট হেভিওয়েট
  17. স্পোর্টস রেফারেন্সের ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৬ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে, ১৯৪৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে পুরুষদের ফিল্ড হকি
  18. স্পোর্টস রেফারেন্সের ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ ডিসেম্বর ২০১৩ তারিখে, ১৯৪৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে সাঁতার – পুরুষদের ১০০ মিটার ফ্রীস্টাইল
  19. স্পোর্টস রেফারেন্সের ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে, ১৯৪৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে সাঁতার – পুরুষদের 8০০ মিটার ফ্রীস্টাইল
  20. স্পোর্টস রেফারেন্সের ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে, ১৯৪৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে সাঁতার – পুরুষদের ১৫০০ মিটার ফ্রীস্টাইল
  21. স্পোর্টস রেফারেন্সের ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ জুলাই ২০০৯ তারিখে, ১৯৪৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে সাঁতার – পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক
  22. স্পোর্টস রেফারেন্সের ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৪ আগস্ট ২০১১ তারিখে, ১৯৪৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে সাঁতার – পুরুষদের ২০০ মিটার ব্যাকস্ট্রোক
  23. স্পোর্টস রেফারেন্সের ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১১ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে, ১৯৪৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে পুরুষদের ওয়াটার পোলো
  24. ফিফার ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৫ মে ২০১৩ তারিখে, Indian football's unique tale, সেপ্টেম্বর, ২০১২
  25. স্পোর্টস রেফারেন্সের ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৭ জানুয়ারি ২০১২ তারিখে, ১৯৪৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে পুরুষদের ফেদারওয়েট ভারোত্তোলনে ড্যানিয়েল পন মনির রেকর্ড
  26. স্পোর্টস রেফারেন্সের ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ মার্চ ২০১২ তারিখে, ১৯৪৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে পুরুষদের হেভিওয়েট ভারোত্তোলনে দন্ডমুদি রাজাগোপালের রেকর্ড