বিষয়বস্তুতে চলুন

ক্রোয়েশিয়ার ভূগোল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা Ripchip Bot (আলোচনা | অবদান) কর্তৃক ১৪:০০, ১৮ ফেব্রুয়ারি ২০১২ তারিখে সম্পাদিত হয়েছিল (r2.7.1) (বট যোগ করছে: uk:Географія Хорватії)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

ক্রোয়েশিয়ার উপগ্রহ চিত্র

ক্রোয়েশিয়া দক্ষিণ ইউরোপে অবস্থিত। দেশটি দেখতে ফালি চাঁদের মত। কেন্দ্রীয় মহাদেশীয় ক্রোয়েশিয়া ও স্লাভোনিয়াতে সমভূমি, হ্রদ ও পাহাড় অবস্থিত। পশ্চিমে রয়েছে দিনারীয় আল্পস পর্বতমালার বৃক্ষ আচ্ছাদিত অংশ। আর রয়েছে আড্রিয়াটিক সাগরের পর্বতসঙ্কুল তটরেখা। এই উপকূলে আরও আছে প্রায় হাজারখানেকের মত বিভিন্ন আকৃতির দ্বীপ।