বিষয়বস্তুতে চলুন

ইসলামি উন্নয়ন ব্যাংক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা Yahia.barie (আলোচনা | অবদান) কর্তৃক ১১:৩৪, ২৮ সেপ্টেম্বর ২০১৩ তারিখে সম্পাদিত হয়েছিল (সংশোধন করা হয়েছে)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

ইসলামী উন্নয়ন ব্যাংক
ধরনউন্নয়ন ব্যাংক
শিল্পআর্থিক
প্রতিষ্ঠাকাল১৯৭৫
সদরদপ্তরজেদ্দা, সৌদি আরব
প্রধান ব্যক্তি
আহমদ মোহাম্মদ আলী আল-মাদানী, সভাপতি
কর্মীসংখ্যা
৯৩২
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট

ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) (ইংরেজি: IDB) (আরবি: البنك الإسلامي للتنمية) একটি বহুমুখী উন্নয়ন আর্থিক প্রতিষ্ঠান যা সৌদি আরবের জেদ্দায় অবস্থিত। এটি ইসলামী সহযোগিতা সংস্থার অর্থমন্ত্রী ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত করেন।

ব্যাংকটি ১৯৭৫ সালের ২০ অগাস্ট বাদশাহ ফয়সালের বিশেষ অনুপ্রেরণায় আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে।[১] ৫৬টি সদস্য রাষ্ট্র এই ব্যাংকের অংশীদার।[২] মুহাম্মদ বিন ফয়সাল আল সৌদ আইডিবির প্রাক্তন সভাপতি ছিলেন।[৩]

মুসলিম সদস্য রাষ্ট্র ও অসদস্য রাষ্ট্রগুলোকে আরো বেশি সহযোগিতা করার জন্য আইডিবি ২২শে মে, ২০১৩ এর অনুমোদিত মূলধন তিনগুণ বাড়িয়ে প্রায় ১৫০ বিলিয়ন ডলার করে। ব্যাংকটি ধারাবাহিকভাবে বিভিন্ন রেটিং সংস্থার দ্বারা সর্বোচ্চ ক্রেডিট রেটিং এএএ অর্জন করে চলেছে।

পরিশোধিত মূলধনের উপর ভিত্তি করে প্রধান অংশীদারগণ হলঃ[৪]

  1. সৌদি আরব (২৬.৫%)
  2. লিবিয়া (১০.৭%)
  3. ইরান (৯.৩২%)
  4. মিশর (৯.২২%)
  5. তুরস্ক (৮.৪১%)
  6. সংযুক্ত আরব আমিরাত (৭.৫৪%)
  7. কুয়েত (৭.১১%)
  8. পাকিস্তান (৩.৩১%)
  9. আলজেরিয়া (৩.৩১%)
  10. ইন্দোনেশিয়া (২.৯৩%)

আইডিবি জাতিসংঘ সাধারন পরিষদের একটি পর্যবেক্ষক সংস্থাও।

সদস্যপদ

আইডিবি গ্রুপ

কিছু সম্পন্ন কার্যক্রম

চলমান কার্যক্রম

আরো দেখুন

তথ্যসূত্র

  1. এপ্স্টেইন, ম্যাথিউ (সেপ্টেম্বর ২০১৩)। "যুক্তরাষ্টের ইসলামী চরমপ্ন্থায় সৌদি সহায়তা" (পিডিএফ)। ইসলাম ডেইলি। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৩ 
  2. টেইলর & ফ্রাঞ্চিজ গ্রুপ এবং ডীন, ২০০৩, p. ১৩২৮
  3. Traute Scharf (১৯৮৩)। আরব এবং ইসলামী ব্যাংক: উন্নয়নশীল দেশসমূহের জন্য নতুন ব্যবসায়িক অংশীদার। অইসিডি পাবলিশিং। পৃষ্ঠা ৮১। আইএসবিএন ৯৭৮-৯২-৬৪-১২৫৬২-৯ |আইএসবিএন= এর মান পরীক্ষা করুন: invalid character (সাহায্য)। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৩ 
  4. "সংক্ষেপে আইডিবি গ্রুপ" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১৩ 

বহিঃসংযোগ