বিষয়বস্তুতে চলুন

ফ্রঁসোয়াজ বারে-সিনুসি‌

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুদ্রণযোগ্য সংস্করণটি আর সমর্থিত নয় এবং এতে রেন্ডারিং ত্রুটি থাকতে পারে। দয়া করে আপনার ব্রাউজারের বুকমার্কগুলি হালনাগাদ করুন এবং এর পরিবর্তে দয়া করে ব্রাউজারের মুদ্রণ করার ফাংশনটি ব্যবহার করুন।
ফ্রঁসোয়াজ বারে-সিনুসি‌

ফ্রঁসোয়াজ বারে-সিনুসি‌ (ফরাসি: Françoise Barré-Sinoussi; জন্ম: জুলাই ৩০, ১৯৪৭) একজন ফরাসি ভাইরাসবিজ্ঞানী। ২০০৮ সালে তিনি এইচআইভি ভাইরাস আবিস্কারের জন্য ২০০৮ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।[১]

তথ্যসূত্র

  1. "ভাইরাল আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার"বিবিসি সংবাদ (ইংরেজি ভাষায়)। ৬ অক্টোবর ২০০৮।