বিষয়বস্তুতে চলুন

থমাস হাকল ওয়েলার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
থমাস হাকল ওয়েলার
জন্ম(১৯১৫-০৬-১৫)১৫ জুন ১৯১৫
মৃত্যু২৩ আগস্ট ২০০৮(2008-08-23) (বয়স ৯৩)
জাতীয়তামার্কিন যুক্তরাষ্ট্র
মাতৃশিক্ষায়তনমিশিগান বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড মেডিকেল স্কুল
পরিচিতির কারণpoliomyelitis viruses
পুরস্কারচিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ১৯৫৪
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রvirology

থমাস হাকল ওয়েলার একজন মার্কিন ভাইরাসবিদ। ১৯৫৪ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।

জীবনী[সম্পাদনা]

ওয়েলারের জন্ম হয় মিশিগানে এবং সেখানেই শৈশব কাটে। তিনি মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর্স এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি হার্ভার্ড মেডিকেল স্কুল থেকে ১৯৪০ সালে ডক্টর অব মেডিসিন ডিগ্রি লাভ করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]