বিষয়বস্তুতে চলুন

সানারপাড় রওশন আরা কলেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা Zahidul71 (আলোচনা | অবদান) কর্তৃক ০৫:২৪, ২৭ আগস্ট ২০২৩ তারিখে সম্পাদিত হয়েছিল (CommonsDelinker (আলাপ)-এর সম্পাদিত 5050713 নম্বর সংশোধনটি বাতিল করা হয়েছে)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজ
চিত্র:লগো সবুজ কলেজ.png
কলেজের মনোগ্রাম
নীতিবাক্য"তিমিরে মোরা জ্বালাই আলো,মানুষ গড়ি সবচে' ভালো।"
ধরনউচ্চ মাধ্যমিক ও স্নাতক
স্থাপিত১৯৯৭ (1997)
অধ্যক্ষহারুন অর রশিদ(ভার.)
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
৩০ জন
প্রশাসনিক ব্যক্তিবর্গ
৭৩ জন
শিক্ষার্থী৯৯১ জন
অবস্থান, ,
শিক্ষাঙ্গনশহর
পোশাকের রঙছেলে:বাদামি শার্ট, কালো প্যান্ট কালো জুতা। মেয়ে: সাদা কামিজ,সাদা সালোয়ার, বাদামি এপ্রুন,সাদা জুতা।
ক্রীড়াবিষয়ককানামাছি, বউচি,গোল্লাছুট, সাতার, শ্যূটিং।
সংক্ষিপ্ত নামSRAC (সারআক)
ক্রীড়াক্রিকেট, ফুটবল,ব্যাটমিন্টন,বলিবল।
কলেজের একাডেমিক ভবন
কলেজের শিক্ষার্থীদের র‍্যাগ ডে পালনের চিত্র।
কলেজের খেলার মাঠ।
এইচএসসি'১৭ ব্যাচ

সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজ বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার একটি উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান।

অবস্থান

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার শহরতলী সানারপাড়ে। এটি ঢাকা-চিটাগাংরোড হাইওয়ের পশ্চিম পার্শে ডেমরার সারুলিয়া রোডে অবস্থিত।

ইতিহাস

১৯৯৭ সালে রওশন আরা বেগমের ঐকান্তিক প্রচেষ্টায় কলেজটি স্থাপিত হয় এবং ফলশ্রুতিতে প্রতিষ্ঠাতার নামানুসারে এর নামকরণ করা হয়।

[১]

শিক্ষা কার্যক্রম

১৯৯৭-৯৮ শিক্ষাবর্ষ হতে শুরু হয়েছে এই কলেজটির শিক্ষা কার্যক্রম। এখানে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়।

সহ-শিক্ষা কার্যক্রম

লেখাপড়ার পাশাপাশি সানারপাড় রওশন আরা কলেজে সহ-শিক্ষা কার্যক্রমকেও বিশেষ গুরুত্ব দেয়া হয়।

শিক্ষার্থী

বর্তমানে এই শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৮৭৯জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে।

বিভাগ একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণী মোট শিক্ষার্থী
বিজ্ঞান ৭০ জন ৬০ জন ১৩০ জন
মানবিক ৯৮ জন ৮৫ জন ১৮৩ জন
বাণিজ্যিক ২২০ জন ৩৪৬জন ৫৬৬জন
মোট ৩৮৮ জন ৪৯১জন ৮৭৯জন

তথ্যসূত্র

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২২ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৭ 

বহিঃসংযোগ