বিষয়বস্তুতে চলুন

লজ্জা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা Lazy-restless (আলোচনা | অবদান) কর্তৃক ১২:১০, ২৩ এপ্রিল ২০১৫ তারিখে সম্পাদিত হয়েছিল (নতুন পৃষ্ঠা: '''লজ্জা''' {{lang-en|'''Shame'''}} হল একটি নেতিবাচক, যন্ত্রণাদায়ক, সামাজিক আব...)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

লজ্জা ইংরেজি: Shame হল একটি নেতিবাচক, যন্ত্রণাদায়ক, সামাজিক আবেগ যা "...নিজ কর্মের সাথে নিজ মতাদর্শিক মানদণ্ডের তুলনার..."[১] ফলাফল হিসেবে উপলব্ধ হয় কিন্তু যা নিজের বর্তমান অবস্থার সঙ্গে সমাজের আদর্শ মানদণ্ডের তুলানা থেকেও সমানভাবে উদ্ভুদ্ধ হতে পারে। এইভাবে, প্রবল ঐচ্ছিক সক্রিয়তা অথবা সহজাত আত্ম শ্রদ্ধা থেকে লজ্জার উৎপত্তি ঘটতে পারে, লাজুক ব্যক্তির সক্রিয় কাজকর্ম করার প্রয়োজন পরে না, স্বাভাবিকভাবে অবস্থান করাই এর জন্য যথেষ্ট হয়। সামাজিকীকরণের মাধ্যমে তুলনা এবং আদর্শিক মানদণ্ড উভয়ই সক্রিয় হয়। যদিও একে একটি আবেগ হিসেবে বিবেচনা করা হয়, লজ্জাকে বিবিধভাবে একটি মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া, চেতনা অথবা মানসিক অবস্থা বা দশা বলেও মনে করা হয়।

তথ্যসূত্র

  1. Lewis, Michael. Shame: the exposed self. New York: Free Press;, 1992. 10. Print,