বিষয়বস্তুতে চলুন

গীতাঞ্জলি/১০

উইকিসংকলন থেকে
JoyBot (আলোচনা | অবদান) কর্তৃক ১০:০৬, ১০ আগস্ট ২০১৬ তারিখে সংশোধিত সংস্করণ (→‎top: clean up, removed: |categories =রবীন্দ্রনাথ ঠাকুর)
টেমপ্লেট ত্রুটি: দয়া করে খালি প্যারামিটার অপসারণ করবেন না (শৈলীর নির্দেশিকা টেমপ্লেটের নথি দেখুন)।


১০

তোমার সোনার থালায় সাজাব আজ
         দুখের অশ্রুধার।
    জননী গো, গাঁথব তোমার
         গলার মুক্তাহার।
            চন্দ্র সূর্য পায়ের কাছে
            মালা হয়ে জড়িয়ে আছে,
তোমার বুকে শোভা পাবে আমার
      দুখের অলঙ্কার॥

    ধন ধান্য তোমারি ধন,
         কী করবে তা কও।
    দিতে চাও তো দিয়ো আমায়,
         নিতে চাও তো লও।
            দুঃখ আমার ঘরের জিনিস,
            খাঁটি রতন তুই তো চিনিস--
       তোর প্রসাদ দিয়ে তারে কিনিস
                 এ মোর অহংকার॥

রচনাকাল: ১৩১৫?
রবীন্দ্র রচনাবলী (বিশ্বভারতী ১৩৮৯) খণ্ড ১১, পৃ ১১ থেকে সংগৃহীত ।