Extension:BoilerRoom: Difference between revisions

Content deleted Content added
OoEyes (talk | contribs)
No edit summary
m Tarms & Conditions
Line 1:
Wali Bazar an online grocery shop in Bangladesh.{{TNT|Extension
|name = BoilerRoom
|status = stable
Line 35:
|bugzilla =
}}
The '''BoilerRoom''' extension allows you to create boilerplate article text, like document templates in a word processor, and easily load them in the edit textbox when using the source editing feature.
 
=== '''ওয়ালী বাজার.কমের প্লান ও পরিকল্পনা  :''' ===
More technically speaking, it is a dynamic text preloading extension which has the ability to load text from boilerplate pages into the edit textbox of new pages. With AJAX enabled on the server and JavaScript enabled on the user's browser, boilerplate text can even be loaded onto existing pages. The extension provides a boilerplate selector on edit pages for this purpose. It also allows you to create input boxes on wiki pages that allow users to input a title and open a new page for editing with the boilerplate text preloaded into the edit box.
'''           '''
 
'''১) কি বিক্রয় করা হয় ?'''
BoilerRoom is different in its approach from similar extensions in that it was designed to allow the creation of boilerplate text without any need for text escaping. It deliberately does not respect <code>&lt;includeonly&gt;</code>, <code>&lt;onlyinclude&gt;</code>, and <code>&lt;noinclude&gt;</code> tags, instead providing its own mechanism through the special behavior of the provided <code>&lt;boilerplate&gt;</code> tag. This behavior simplifies certain situations, such as creating boilerplates for templates, where unusual escape mechanisms like &lt;include&lt;includeonly&gt;only&gt; would be necessary to achieve the same effect. Other <code>&lt;boilerplate&gt;</code> tags can be even placed inside without any need for an escape mechanism.
 
'''উত্তর :''' জায়েজ ইলেকট্রনিক্সসহ সকল প্রকার ষ্টোর সামগ্রী, আবাসন, নির্মাণ সামগ্রী, কাপড়, জুতা, ঘর ও বাড়ির সামগ্রী, ক্রোকারিজ, হার্ডওয়ার-টুলস, শিশু সামগ্রী ইত্যাদি বিক্রয় করা হয়।তবে যে মাল ষ্টোরে থাকবে বা চুক্তিবদ্ধ দোকানে থাকবে বা সহজে পাইকারী পাওয়া যাবে শুধু সে সকল মাল সাইটে ডিসপ্লে করা হয়।
 
'''২) ষ্টোরে কি কি মাল মওজুদ রাখা দরকার ?'''
 
ক)সকল প্রকার ষ্টোর সামগ্রীর সকল আইটেম যা বিক্রি হয় বা হবে : ফুড, কুকিং আইটেমস, হোম এপ্লিয়েন্স, বিউটি ও হেল্থ, বেবি আইটেমস. কিছু লাইব্রেরী ও স্টেশনারী আইটেমস  এবং হোম ক্লিনিং আইটেমস ।
 
'''খ) ষ্টোর তৈরী :''' প্রাথমিকভাবে উপরোক্ত কেটাগরীর গ্রহকের চাহিদানুযায়ী ৫00 প্রডাক্ট পাইকারী দরে ক্রয় করে গোডাউন তৈরী করা । পরবর্তীতে চাহিদা অনুযায়ী ৫০ টি করে প্রডাক্ট এড করতে হবে এবং চাহিদা না থাকা প্রডাক্ট সমূহ গোডাউন হতে বাদ দেয়া । মোট কথা আপাতত সর্বোচ্চ ৫০০ প্রডাক্ট গোডাউনে থাকবে।
 
খ)চলমান এডকৃত কমমুল্যে অথচ লাভ হবে এমন অন্যান্য কেটাগরীর পন্র সমূহ : যেমন: জায়েজ ইলেকট্রনিক্স, আবাসন, নির্মাণ সামগ্রী, কাপড়, জুতা, ঘর ও বাড়ির সামগ্রী, ক্রোকারিজ, হার্ডওয়ার-টুলস, শিশু সামগ্রী ইত্যাদি বিক্রয় করা হয়।এই আইটেমগুলো দোকানকে এড করে ছবি-মূল্য-বিবরন সংগ্রহ করে এড পোস্ট করতে হবে।
 
'''৩) আপাতত কোথায় মালামাল মওজুদ রাখা দরকার ?'''
 
'''উত্তর :''' হালকা মাল সমূহ অফিসে এবং পাইকারী ও হোলসেল মাল সমূহ আফরোজা মঞ্জিলে রাখা হবে।
 
'''৪) কি কি উপায়ে বিক্রয় হবে ?'''
 
১) জোনাল অফিস হতে খুচরা ও পাইকারী বিক্রয় ও ডেলিভারী।
 
২) “রি-সেলার” নিয়োগ করে প্রচার ও বিক্রয় বৃদ্ধি করা ।
 
৩) “পরিবেশক পার্টনার” নিয়োগ করে বিক্রয় করা ।
 
৪) “ইনভাইটেট-ফ্রেন্ড” সিস্টেমের মাধ্যমে প্রচার ও বিক্রয় করা।
 
৫) অনলাইন প্রচারের মাধ্যমে ভিন্নি ছাড়ের অফার দিয়ে বিক্রয় করা।
 
৬) অফলাইন মার্কেটিং রি-পেজেন্টেটিভের ভিজিটের মাধ্যমে প্রচার ও বিক্রি।
 
৭) জোনাল এরিয়াতে অফলাইন প্রচার-প্রকাশনার মাধ্যমে প্রচার ও বিক্রি করা।
 
'''৫) আল্লাহ চাহে তো ব্যবসা শুরু ও প্রসার কিভাবে হবে ?'''
 
১) প্রথমত : জোন-১
 
ক) মো:পুর-ধানমিন্ড-আদাবর এবং এর আশপাস এলাকায় ব্যবসাকে ভালবান করা ।
 
খ) ঢাকার অন্যান্য এলাকার জন্য ২/৩ দিন সময় চাওয়া, এবং লাভ না হলেও ডেলিভারী করা।
 
গ) ঢাকা সিটির বাহিরের অর্ডারের ক্ষেত্রে সুন্দরবন বা সেন্ট্রাল কুরিয়ারের মাধ্যমে ক্যাশঅন ডেলিভারী করা।
 
ঘ) ঢাকা সিটির বাহিরের ক্ষেত্রে পাইকারী বা ২০০০ টাকার বেশি অর্ডারের জন্য বিকাশ/ব্যাংকে পেমেন্টে অগ্রীম নিয়ে নির্দিষ্ট সময়ে পন্য পাঠানো।
 
২) দ্বিতীয়ত : (সম্ভব হলে আল্লাহচাহে তো পরে হবে)
 
জোন-২ মালিবাগ এলাকায় শাখা অফিস খোলা ।
 
জোন-২ মীরপুর-১০ এ  এলাকায় শাখা অফিস খোলা ।
 
জোন-৪ গুলশান-২ এলাকায় শাখা অফিস খোলা ।
 
জোন-৫ উত্তরা এলাকায় শাখা অফিস খোলা ।
 
জোন-৬  সায়দাবাদ এলাকায় শাখা অফিস খোলা ।
 
এর পর ঢাকা সিটিতে চাহিদা অনুযায়ী আরো জোনাল শাখা অফিস খোলা যেতে পারে ।
 
'''উল্লেখ্য যে ঢাকা সিটির বাহিরে কোন শাখা অফিস খুলবো না । কখনও খুলার চিন্তাও করবো না।'''
 
'''৬) ঢাকা সিটিতে অর্ডার আসলে পন্য ডেলিভারী কিভাবে হবে ?'''
 
১) কাছের (সর্বোচ্চ ০-৫০০মিটার) ডেলিভারীর জন্য পায়ে হেটে করতে হবে । সাইকেল ব্যবহার হবে।
 
২) কাছের (সর্বোচ্চ ৫০০মিটার-২কি: মি:) ডেলিভারীর জন্য সাইকেল ব্যবহার করতে হবে ।
 
৩) দূরের (সর্বোচ্চ ২কি:মি:-১০কি:মি:) ডেলিভারীর জন্য মটর সাইকেল ব্যবহার করতে হবে ।।
 
৪) দূরের (সর্বোচ্চ ১১কি:মি:-২০কি:মি:) ডেলিভারীর জন্য বাস ব্যবহার করতে হবে ।
 
৫) পিকআপ বা মাইক্রবাসের মাধ্যমে ৩ দিনের সময় নিয়ে হোলসেল অর্ডার সরবরাহ করা হবে ।
 
'''৭) কি কি কৌশল ব্যবহার করা হবে :'''
 
১) কুইজ অফার ২) ১ম কাস্টমারকে বিভিন্ন ছাড় ও অফার দিয়ে ৩) কুপন ডিসকাউন্ট ৪) প্রডাক্ট ডিসকাউন্ট ৫) নিউজ ব্লগিং এর মাধ্যমে  ৬) বিভিন্ন বাজারের মাধ্যমে । ৭) ওয়াও অফার ৮) রি-সেলার নিয়োগ ৯) শপ-এড করা এবং ১০) মৌসুমী অফার ১১) “পরিবেশক পার্টনার” নিয়োগ। ১২) “ইনভাইট ফ্রেন্ড” এর মাধ্যমে। ১৩) সাপ্তাহিক অফার ১৪) সর্বাধিক ক্রয়ে মাসিক অফার ১০জনকে উপহার প্রদান। ১৫) সর্বাধিক ক্রয়ে বাৎসরিক ৩ জনকে উপহার প্রদান ।
 
'''৮) দোকান বা ফেক্টরী এড করার শর্তাবলী :'''
 
'''ক) কি''' '''ভাবে''' '''আপনার''' '''দোকানকে''' '''ওয়ালী''' '''বাজার.কমে''' '''এড''' '''হবেন ?'''
 
প্রথমে আমাদের ওয়েব সাইটে সাইন ইন করতে হবে।তারপর '''JOIN YOUR SHOP''' এ ক্লিক করে ফরম পূরণ করে পাঠাতে হবে । তারপর আপনি আপনার দোকানের বাহির ও ভিতরের ছবিসহ পূর্ণ ঠিকানা ও বিবরন [email protected] ইমেইলে পাঠিয়ে +8801752078099 নাম্বারে কল করে জানাতে হবে।
 
'''খ) ওয়ালী''' '''বাজারে''' '''এড''' '''হয়ে''' '''দোকান''' '''মালিকের''' '''কি''' '''কি''' '''লাভ''' '''হবে ?'''
 
আপনি যদি আপনার ব্যবসার সম্প্রসারনের জন্য ওয়ালী বাজার.কম আপনার জন্য হতে পারে একটি পূর্নাঙ্গ বিজনেস প্ল্যাটফর্ম। ওয়ালী বাজার.কম আপনার ব্যবসা সম্প্রসারনে যুগোপযোগী বিভিন্ন প্রমোশোনা কার্যক্রম পরিচালনা করে যা একই সাথে আপনার পন্যের পরিচিতি, বিক্রি ও লভ্যাংশ প্রদানের পাশাপাশি সামগ্রিক ভাবে একজন সফল বাবসায়ী হিসেবে আপনি পরিচিতি পান। বিজনেস পার্টনারশিপ’ প্রকল্পের মাধ্যমে ওয়ালী বাজার.কম আপনার এন্টারপ্রাইজের অনলাইন পার্টনার হিসেবে কাজ করে, যা আপনার পন্যের ব্র্যান্ডিং এর পাশাপাশি বিক্রয়কে নিশ্চিত ভাবেই প্রভাবিত করে। এ ছাড়া সারা বাংলাদেশে আমাদের বিস্তৃত ডেলিভারী নেটওয়ার্কের মাধ্যমে আপনি আপনার পন্য পৌঁছে দিতে পারেন, দেশের বিভিন্ন প্রান্তের ক্রেতাদের কাছে অত্যান্ত দ্রুততম সময়ে।
 
'''গ) ঢাকা''' '''সিটিতে''' '''আপনার''' '''দোকানের''' '''পন্য''' '''সমূহ''' '''আপনার''' '''থানা''' '''শহরে''' '''কিভাবে''' '''বিক্রয়''' '''হবে ?'''
 
উপরোক্ত নির্দিষ্ট ফরম পূরণ করে আমাদের নিকট পাঠালে, আমাদের বিক্রয় প্রতিনিধি পণ্যের নাম, ব্যান্ড বা প্রস্তুতকারক কোম্পানীর নাম, সাইজ বা আকার বা ওজন, সংখ্যা বা পরিমান ও ওয়ালী বাজারের বিক্রয় মূল্য  লিখিত একটি তালিকা নিয়ে আপনার দোকানে পৌছে যাবে । আপনি পণ্যের উক্ত তালিকায় অবশ্যই বিক্রয় মূল্য উল্লেখ্য করে, তালিকার নীচে স্বাক্ষর করবেন। যে সব পন্যের তালিকায় থাকবে না, কিন্তু আপনার দোকানে সবসময় পাওয়া যাবে, সে সকল পণ্যের নাম, ব্যান্ড বা প্রস্তুতকারক কোম্পানীর নাম, সাইজ বা আকার বা ওজন, সংখ্যা বা পরিমান ও বিক্রয় মূল্য উল্লেখ্য করে ‍দিলে আমাদের ওয়ালী বাজার.কমে এড করে নিব । এজন্য অবশ্য আমাদের বিক্রয় প্রতিনিধিকে উক্ত পন্য সমূহের ৩/৪ টি ছবি তুলতে সহযোগীতা করতে হবে। এছাড়াও, দোকান মালিক পণ্যের ভ্যাট বা ট্যাক্স প্রদান করবে। পন্যেরে ব্যান্ড, মান, পরিমান বা সংখ্যা বা ওজন এবং বাজারমূল্য সর্বদা ১০০% সঠিক রাখতেই হবে ।পণ্যের সাথে কোম্পানীর ছাড় ও ফ্রি উপহার সমূহ থাকলে, তা সাথে দিতেই হবে । অন্যথায় ১/২ টি অর্ডারে এ ধরনের খেয়ানতের অভিযোগ আসলে, চুক্তি বাতিল বলে গন্য হবে। ওয়ালী বাজার.কম এক থানা শহরের বিভিন্ন মহল্লায় এক বা একাধিক দোকানের সাথে চুক্তি করতে পারবে। দোকানদারের  কাছে পন্য বা মাল না থাকা বা শর্ত ভঙ্গ অথবা কোন কারণ ব্যতিতই www.walibazar.com যে কোন সময় চুক্তি বাতিল করার ক্ষমতা সংরক্ষন করে ।
 
অত:পর ওয়ালী বাজার.কমের ওয়েব সাইটের আপনার থানা শহরে কোন কাস্টমারের অর্ডার আসলেই ঐ বিক্রয় প্রতিনিধিকে পন্য বা পন্য সমূহ ওয়ালী বাজার.কমের ব্যাগে বুঝিয়ে দিয়ে স্টেপনার পিন ও স্কস টেপ দিয়ে ব্যাগের মুখ বন্ধ করে বিলসহ বিক্রয় প্রতিনিধিকে ডেলিভারীর জন্য হস্তান্তর করবেন । ঢাকা সিটিতে যেহেতু ক্যাশ অন ডেলিভারীতে বিক্রয় করা হয় । অতএব  বিক্রয় প্রতিনিধি পণ্য সমূহ ডেলিভারী করার ছয় ঘন্টার মধ্যে মোট বিক্রয় বিল হতে ডেলিভারী খরচ বাবদ ৫% টাকা কেটে রেখে বাকী টাকা আপনাকে বা আপনার দোকানের কর্মচারী কাছে পৌছে দিবে।
 
'''ঘ) দেশের''' '''বিভিন্ন''' '''জেলা''' '''শহরে''' '''ঢাকা''' '''সিটির''' '''কোন''' '''থানা''' '''এলাকার''' '''দোকানের''' '''পন্য''' '''সমূূহ''' '''কিভাবে''' '''বিক্রয়''' '''ও''' '''ডেলিভারী''' '''হবে ?'''
 
দেশের বিভিন্ন জেলা শহরের ক্ষেত্রে গ্রোসারী বা মুদি দোকানের পন্য সরবরাহ করা হবে না । তবে এমন কিছু পন্য যা অন্যান্য জেলায় পাওয়া কষ্টকর বিধায় অথবা গ্রোসারী বা মুদি পণ্য ব্যতিত অন্যান্য কেটাগরীর পন্য অগ্রীম মূল্য পরিশোধ করে  কাস্টমারের অর্ডার করে  তবে আপনাকে বা আপনার দোকানের কর্মচারী  বিক্রয়  মূল্য বা মোট বিল হতে ৫% ডেলিভারী খরচ বাদে বাকী মূল্য নগদ বুঝে পেয়ে,  অর্ডারকৃত পন্য বা পন্য সমূহ স্টেপনার পিন ও স্কস টেপ দিয়ে  কাগজের বক্স বা বেগের মুখ বন্ধ করে বিলসহ নির্দিষ্ট বক্সে বা ব্যাগে ভরে ওয়ালী বাজার.কমের স্টিকার লাগিয়ে  ডেলিভারী ম্যানকে কুরিয়ারের ডেলিভারীর জন্য হস্তান্তর করবেন । এক্ষেত্রে পন্যটি অর্ডারের সাথে মিল না থাকলে, দোকানদার তা ফেরত নিয়ে ডেলিভারী ম্যানকে মানিব্যাক করতে বাধ্য থাকবেন ।
 
'''৯) রি-সেলার বা ফ্রি-লেন্সিং মার্কেটিংকারকগণের নিয়োমাবলী :'''
 
'''ক) রি-সেলারগণ''' '''কিভাবে''' '''আয়''' '''করবেন''' '''তা''' '''নীচের''' '''ছবি''' '''দেখলেই''' '''বুঝে''' '''আসবে :'''
 
'''খ) রি-সেলারগণ''' '''কিভাবে''' '''পন্য''' '''সেল''' '''বা''' '''বিক্রয়''' '''করে  ওয়ালী বাজার.কম হতে''' '''আয়''' '''করবেন ?'''
 
'''উত্তর :''' ধরুন আপনি ওয়ালী বাজার.কমের  ২০টি হতে ৩০টি পন্য নিয়ে কাজ করছেন । প্রতিটা পণ্যের জন্য বিভিন্ন সাইটে  ওয়ালী বাজার.কমের  নামে প্রফাইল, নতুন ওয়েব সাইট, পেইজ,  ব্লগ , পোস্ট  করছেন অথবা পপুলার ওয়েব সাইট, পেইজ,  ব্লগ , পোস্ট ও ভিডিওতে কমেন্ট করছেন সাথে পণ্যটির লিংক জুড়ে দিলেন । এতে পাবলিক বিভিন্ন কিছু জানতে চাইবে, তার উত্তর দিবেন । তাদেরকে পণ্যের গুনাগুন ও পরিমানের নিশ্চয়তা দিবেন ।আরও অন্যান্য পন্য ক্রয়ের কথাও বলবেন। মাসিক বাজারের আমাদের অফারগুলো তাকে জানাবেন ।ডেলিভারী খরচের কথাও বলে দিবেন । কি ভাবে অর্ডার করতে হয়, তাও শিখিয়ে দিয়ে অর্ডার করতে বলবেন । অর্ডার করা শেষ হলে , খরব নিবেন । নিশ্চিত হলে  [email protected] ইমেইলে or 01752078099  নাম্বারে মেসেজ করে ঐ ব্যক্তির নাম তাৎক্ষনিকভাবে আমাদের জানিয়ে দিবেন । আপনার উপরোক্ত ২০-৩০টি পন্য ছাড়াও  উনি যত হাজার টাকার অর্ডার ঐ মুহূর্তে  করবে,  উক্ত বিক্রয়ে (শুধুমাত্র পন্যক্রয় হিসেবে) লাভের ৫০% টাকা কমিশন বাবদ আপনি নিশ্চিত পাবেন ।  অত:পর ৭২ ঘন্টার মধ্যে আপনাকে ব্যংকের মাধ্যমে বা বিকাশে লাভের ৫০%  টাকা পাঠানো হবে ।
 
'''ওয়ালী বাজারের একটি''' '''প্রডাক্ট''' '''টার্গেট''' '''করুন, আর''' '''উক্ত''' '''প্রডাক্ট''' '''এর''' '''অনলাইনে''' '''প্রচারে''' '''নেমে''' '''পড়ুন।'''
 
'''গ) কিভাবে''' '''রি-সেলার''' '''হিসেবে''' '''জয়েন্ট''' '''করবেন''' '''বা''' '''নিয়োগপত্র''' '''পাবেন  ?'''
 
১) আপনার কি কি প্রোগ্রাম জানা আছে এবং SEO বা অনলাইল ই-কমার্স মার্কেটিং সম্পর্কে কি কি নলেজ আছে ? তার বিবরনসহ দরখাস্থ পাঠাতে হবে । ( যদি জানা না থাকে, তবে ইউটিউব এর SEO টিউটোরিয়াল এবং আউটসোসিং দেখে ৭ দিনে শিখে নিন)
 
২) আবেদন পত্রের সাথে ২ কপি ছবিসহ বায়োডাটা, ভোটার আইডি কার্ড এর ছবি তুলে  [email protected]    or    [email protected]   ই-মেইল করে পাঠাতে হবে ।
 
৩) অত:পর আপনার সাথে ফোনে বা মেসেজে কথা বলে নিয়োগের সিদ্ধান্ত হলে । রি-সেলার নিয়োগপত্র পাঠানো হবে ।
 
'''১০) পণ্য ডেলিভারী করার নিয়মাবলী :'''
 
ক) ডেলিভারী ম্যানকে পরিচ্ছন্ন হয়ে ওয়ালী বাজারের সীল করা সাদা এপ্রোন, নিত্তি ও আইডি কার্ড নিয়ে ডেলিভারী করতে যাওয়া
 
খ) কাছাকাছি হলে পায়ে হেটে ডেলিভারী করা।এক হতে দুই কিলোমিটার দূরে সাইকেল বা বেশি মাল হলে ভ্যানে ডেলিভারী করা ।
 
গ) ডেলিভারীর পূর্বের ফোন করে নিশ্চিত হতে হবে। তারপর বিক্রয় কর্মকর্তা নিজে মাল দেখে, বাছাই করে ভাল পণ্য মেপে পেকেটজাত করে ওয়ালী বাজারের ব্যাগে ঢুকিয়ে স্টাপলার দিয়ে বন্ধ করে ডেলিভারী ম্যানের হাতে রসিদসহ বুঝিয়ে দিবে ।
 
ঘ) ডেলিভারী ম্যান ক্রেতার দরজায় গিয়ে দূরভীনের বরাবর দাড়িয়ে সালাম দেয়া। কোন উকি-ঝুকি না দেয়া । মহিলা আসলে দৃষ্টি উপরের একবারও উঠাতে পারবে না । ন্ম্র ও শুদ্ধ ভাষায় কথা বলে পণ্য ঝুলন্ত নিত্তি দিয়ে মেপে বুঝিয়ে দিবে । আর জীবন্ত প্রানীর ক্ষেত্রে জবাই বা কাটার প্রসিসিং ভিডিং দেখাতে হবে।
 
ঙ) ঢাকা সিটিতে রসিদের সাথে মাল বুঝিয়ে দিয়ে ক্রেতাকে রসিদ দিতে হবে। আর ক্রেতাকে এটাও বলা -“পরে কোন সমস্যা হলে, যেমন - যদি খারাপ হয় বা মূল্য বেশি মনে হয়, তবে কল দিলে ২৪ ঘন্টার মধ্যে আমাদের পাবেন, আপনি এ অর্ডার ফেরত ও পরিবর্তনও করতে পারবেন ” ।
 
চ) ফেরত আসার আগে প্রশ্ন করা “ আরও কোন অর্ডার আছে কিনা? আর কোন সাহায্য লাগবে কিনা ” কিছু নতুন অর্ডার দিলে লিখে নিয়ে বা ক্রেতাকে লিখে দিতে বলা এবং তা অফিসে নিয়ে এসে পুনরায় অর্ডার সাপ্লাই করা ।
 
'''১১) কি কি কারণে ডেলিভারী রিটার্ন বা ফেরত আসে?'''
 
১) ভাল পণ্য না দিলে ।
 
২) পণ্যের বিবরন না দিলে ।
 
৩) অরিজিনালটা না দিলে ।
 
৪) অর্ডার কল ভেরিফাই না করলে ?
 
৫) ২/৩ বার একই অর্ডার আসলে ভেরিফাই না করলে ?
 
৬) দ্রুত ডেলিভারী না করলে ?
 
৭) ফেক ঠিকানার অর্ডারে ডেলিভারী করলে ?
 
৮) অর্ডারকারী কি চক্রান্তকারী কিনা তা যাচাই না করলে ?
 
৯) বাংলায় মেসেজ পাঠিয়ে পণ্যের বিস্তারিত তথ্য না জানালে?
 
১০) ক্রেতাকে না জানিয়ে বিকল্প কোন পণ্য পাঠালে ।
 
১১) ডেড ফেল বা ডেড ফেল এর কাছাকাছি তারিখের পণ্য ডেলিভারী করলে ।
 
১২) পেকিং করার সময় সিসি ভিডিও ধারন করে না রাখলে, রিটার্ন হলে কিছু বলার থাকবে না ।
 
'''১২) বাতিল বা ডেড ফেল প্রডাক্ট ঝুড়ি তৈরী :'''
 
ডেড ফেল বা পঁচা বা দুষিত পণ্য  আমরা ডেলিভারী বা বিক্রয় করবো না । এগুলো ডাস্টভিনে রেখে গরীবদের মাঝে বিলি করে দিব । আর দোকানের পণ্য হলে ফেরত দিতে বা চেঞ্জ করে আনবো ।
 
'''১৩)  কোথা হতে ও কিভাবে ক্রয় এবং সংরক্ষন করতে হবে :'''
 
'''ক)''' কিছু কিছু খাবার পণ্যের ব্র্যান্ড বা কোম্পানী থাকে না বা পাইকারী কিনা যায় ( যেমন- চাল, ডাল, আলু, পিয়াজ, মসলা, আদা, রসুন ইত্যাদি) । এই পণ্যগুলো যদি গ্রাম হতে ক্রয় করা যায়, তবে ভাল লাভ হবে । গ্রাম হতে ক্রয় সম্ভব না হলে পাইকারী আরত হতে ক্রয় করতে হবে। দুগ্ধজাত পন্য সাদেক বা জাকির বা কলাতিয়া বাজার হতে কিনতে হবে। ব্র্যান্ড বা কোম্পানীর পণ্য গুলৈা উক্ত ব্র্যান্ড বা কোম্পানীর হেড অফিসে ভিজিট করে কর্পরেট রেটে ক্রয় করার চেষ্টা করা । আপাতত চাহিদা কম থাকে অথবা যদি সম্ভব না হয় তবে ব্র্যান্ড বা কোম্পানীর জেলা পরিবেশক হতে আনতে হবে । তাও সম্ভব না হলে লোকাল পরিবেশক হতে ক্রয় করতে হবে । উল্লেখ্য যে, যে ১০টি পণ্য পাইকারী ক্রয় দরে করবেন, তবে তার আগে ৩টি মুদি দোকান হতে ঐ ১০টি পণ্যের মূল্য যাচাই করা এবং তাতে কোন ব্র্যান্ড বা কোম্পানীর অফার বা উপহার আছে কিনা? তা অবশ্যই যাচাই করে পাইকারী কিনতে যাওয়া ।
 
'''খ)''' ক্রয় করার পর পন্যটি পুলার কেটাগরী ও ফেসবুক পেইজের শপে- স্টক সংখ্যা ও (বাংলা ও ইংরেজী) বিবরনসহ আপলোড করা।
 
'''গ)''' কিছু কুকিং পণ্য পাইকারী দরে ক্রয় করে আফরোজা মঞ্জিলের নীচ তলায় মজুদ করতে করতে হবে। আর চাল-ডাল-আলু-পিয়াজসহ সকল ভারীপন্য সেখানে বস্তা আকারে মজুদ থাকবে।
 
'''ঘ ) বাজার যাচাই ও প্রডাক্ট উপহার আছে কিনা জানা  :'''
 
আমাদের ষ্টোরে বা গোডাউনের সকল পণ্যকে মূল্যস্ফিতির দিক বিবেচনা করে দুই ভাগে ভাগ করা । কিছু কাঁচা বাজার প্রতি ৭ দিন পর পর বাজার মূল্য কি আছে, তা যাচাই করা । আর অন্যান্য স্টেশনারী, বেবী কেয়ার এবং ব্র্যান্ড বা কোম্পানীর পণ্য সমূহ মাসে একবার খুব বিচক্ষনতার সাথে যাচাই করা । মূল্য কম/বেশি যাচাই ছাড়াও তাতে উক্ত পণ্যের ব্র্যান্ড বা কোম্পানীর অফার বা উপহার আছে কিনা ? তা অবশ্যই যাচাই করা।
 
'''ঙ) পেকেজিং :''' যেসব পণ্যের ব্র্যান্ড বা কোম্পানী থাকে না বা পাইকারী কিনা যায় ( যেমন- চাল, ডাল, আলু, পিয়াজ, মসলা, আদা, রসুন ইত্যাদি) । এই পণ্যগুলো পাইকারী কিনে ১০০গ্রাম, ৫০০গ্রাম, ১ কেজি , ৫ কেজি ইত্যাদি আকারে ওয়ালী বাজারের নামে সীল করা কাগজের পেকেট বা কাপড়ের ব্যাগ বা পলিথিনে বায়ু শূন্য করে পেকেটজাত করতে হবে । এ কাজটি ডেলিভারীকে ম্যান সাথে নিয়ে  দিয়ে সঠিক ভাবে মাপ দিয়ে করতে হবে । প্রতিটি পণ্যের জন্য পৃথক বক্স বা সেলফ রাখা যাতে সহজে খুজে পাওয়া যায় ।
 
'''চ) সংরক্ষন :''' গোডাউন বা ষ্টোর রূমকে সম্পূর্ণ তেলাপকা ও ইদুঁর মুক্ত করতে হবে । এবং তা সর্বদা তালাবদ্ধ থাকবে । একমাত্র মার্কেটিং অফিসার বা ষ্টোর কিপার ব্যতিত কোন ডেলিভারী ম্যান একা গোডাউনে ঢাকতে বা বের হতে পারবে না ।
 
'''১৪) কিভাবে “ইনভাইট ফ্রেন্ড” আবেদন করবে?'''
 
'''ক) প্রস্তাব পত্র :'''
 
আসসালামু আলাইকুম,
 
আশাকরি ভাল আছেন। “আসেন ব্যবসা করি”-গ্রূপে “ঢাকায় কে কোন মহল্লায় আছেন ?” বিনা পুজিতে বৈধ ব্যবসার পোস্টে আপনি কমেন্ট করে আপনার মহল্লার নাম লিখায় এই মেসেজ পাঠানো হল। ধন্যবাদ।
 
আপনি কি পজেশনে আছেন, তা আমাদের জানা নেই । তবু আমাদের কাজের কথা আমরা বলছি । যদি আপনি নিজে সময় না পান তবে আপনার কোন বন্ধুকে দিয়ে বা লোক নিয়োগ করে এই কাজ করতে বা করাতে পারবেন ।
 
কাজটি হল :
 
অন লাইনে আমরা লক্ষ লক্ষ টাকা খরচের মাধ্যমে কাস্টমার কালেকশন করছি । আর সেই কাস্টমার থাকে আপনার বাড়ির পাশে । আপনার এলাকায় । তাই খাদ্য-দ্রব্য, ক্রোকারিজ, ইলেকট্রনিক্স, গ্রোসারী পন্য, পোষাক, মেডিসিন, কসমেটিকস, শিশু পন্য, হোম ক্লিনিং সামগ্রী, লাইব্রেরী ও স্টেশনারী পন্য, গৃহস্থলী সামগ্রী ইত্যাদি ১ ঘন্টায় ডেলিভারী করা আপনার বা আপনার প্রতিনিধির পক্ষে আশা করি সম্ভব ।
 
আমাদের সাথে আপনি বা আপনার প্রতিনিধি সর্বদা স্মার্ট মোবাইলে অনলাইনে যোগাযোগ করতে করবে । আমরা অর্ডার নিয়ে আপনাদের জানাবো, আপনি বা আপনার প্রতিনিধি উক্ত অর্ডার মোতাবেক আমাদের নির্দিষ্ট (আপনার এলাকার) দোকান হতে ডেলিভারী করবেন । এভাবে মাসে আপনি বা আপনার প্রতিনিধি মাসে কমিশন ভিত্তিতে আশাকরি ৫,০০০ হতে ২০,০০০ টাকা আয় করতে পারবেন ।
 
আপনার মহল্লায় আমরা শুধু একজনকেই পরিবেশক নিয়োগ করবো।
 
'''আমাদের''' '''কোম্পানী''' '''সম্পর্কে''' '''জানতে : ভিজিট''' '''করুন :-'''
 
আমাদের ফেসবুক পেইজ :- <nowiki>https://www.facebook.com/walibazar/</nowiki>
 
আমাদের ফেসবুক গ্রূপ :- <nowiki>https://www.facebook.com/groups/walibazar/</nowiki>
 
আমাদের ওয়েব সাইট :- <nowiki>https://www.walibazar.com</nowiki> & <nowiki>https://www.wmflbd.com</nowiki>
 
অতএব আপনি আগ্রহী হলে আপনার নাম, পাসপোর্ট সাইজ ছবি, বায়োডাটা, সকল সার্টিফিকেট, আইডি কার্ড ও আবেদন পত্র অতিশীঘ্রই [email protected] ই-মেইলে পাঠাতে হবে । দয়াকরে কল করে অনুরোধ করার চেষ্টা করবেন না। আপনি নির্বাচিত হলে । আমরা আপনাকে যে কোন বন্ধের দিন সেমিনারে যোগ দেয়ার জন্য মেসেজ ও কল করে - আমন্ত্রন পত্র পাঠাবো । সেমিনারে ফ্রি লাঞ্চ আপ্যায়ন করা হবে এবং সেই সাথে আপনার পন্য বিক্রয়ে লাভের ভাগ অর্থ্যাৎ আপনাদের কমিশন ও নিয়মসহ একটি চুক্তি স্বাক্ষরিত হবে । ধন্যবাদ ।
 
তাং -------------ইং
 
আরজ গুজার
 
জনাব ওয়ালী মুহাম্মাদ
 
ওয়ালী বাজার.কম
 
(ওয়ালী মুহাম্মাদ ফাউন্ডেশন লিঃ এর একটি প্রকল্প)
__TOC__
== Compatibility ==