বিষয়বস্তুতে চলুন

পাকোড়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুদ্রণযোগ্য সংস্করণটি আর সমর্থিত নয় এবং এতে রেন্ডারিং ত্রুটি থাকতে পারে। দয়া করে আপনার ব্রাউজারের বুকমার্কগুলি হালনাগাদ করুন এবং এর পরিবর্তে দয়া করে ব্রাউজারের মুদ্রণ করার ফাংশনটি ব্যবহার করুন।
পকোড়া
উৎপত্তিস্থলভারত, বাংলাদেশ, পাকিস্তান
অঞ্চল বা রাজ্যদক্ষিণ এশিয়া
প্রধান উপকরণডো

পকোড়া বিশেষ ধরনের পিঁয়াজু। তবে এতে ছোলার ডাল বাটার পরিবর্তে বেসন মেশানো হয়। পিঁয়াজ এর আধিক্যের পরিবর্তে এখানে প্রচুর সব্জিকুচি ব্যবহার করা হয়। পিঁয়াজ পাকোড়াকে পিঁয়াজী বলা হয়। এটি ও একটি জনপ্রিয় নাস্তা।

প্রস্তুত প্রণালী

বিভিন্নতা

চিত্রশালা

তথ্যসূত্র

বহিঃসংযোগ